শুরু হোক প্রতিটি শুরু মহান আল্লাহ রাব্বুল আলামীনের নামে এবং সকল প্রশংসা তার জন্য
সম্পুর্ন নিজস্ব মেশিনে, ইম্পোর্টেড মেটেরিয়াল এবং দক্ষ জনবল এর দ্বারা আমরা বিভিন্ন ধরনের এরাবিক ক্যালিগ্রাফি, ডোর নেইম প্লেট, অফিস নেইম প্লেট ও সাইনবোর্ড, ডেস্ক নেইম প্লেট, এক্রেলিক লেটার সাইন, লাইটিং সাইন অত্যন্ত দক্ষতা ও যত্নের সাথে করে থাকি।
যেকোনো কাজ বা কিছু শুরু করার আগে তাই পড়তে হবে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, অর্থ পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। আবু দাউদে বলা হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কাজ বিসমিল্লাহ ছাড়া আরম্ভ করা হয়, তাতে কোনো বরকত থাকে না। ‘
বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বাক্যটি পবিত্র কোরআনের সুরা নামলের ৩০ নম্বর আয়াতের অংশ। কোরআনে ইঙ্গিত রয়েছে যে, প্রতিটি কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করতে হবে। আবু দাউদে বলা হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কাজ বিসমিল্লাহ ছাড়া আরম্ভ করা হয়, তাতে কোনো বরকত থাকে না।’ বিসমিল্লাহির রাহমানির রাহিমের সঙ্গে আল্লাহর নামের সম্পর্ক রয়েছে। কোরআন তিলাওয়াত ছাড়া অন্য কাজে বিসমিল্লাহ পাঠ সুন্নত।
ফাইবার এক্রেলিক মিরর দিয়ে নিখুতভাবে কাজ করা
ব্যাকগ্রাউন্ড এক্রেলিকের কালার – Black or White
ব্যাকগ্রাউন্ড এক্রেলিক – ৮ মি মি মোটা
উপরের লেখাটি গোল্ডেন মিরর ২ মি মি মোটা
লেখার কালার – Golden Mirror or Silver Mirror
দেয়ালে লাগানোর সাথে স্ক্র ও রয়েল প্লাগ সাথে থাকবে
যে কোন সাইজে কাস্টমাইজ অথবা যেকোন ভাবে ডিজাইন করা যাবে