শুরু হোক প্রতিটি শুরু মহান আল্লাহ রাব্বুল আলামীনের নামে এবং সকল প্রশংসা তার জন্য
সম্পুর্ন নিজস্ব মেশিনে, ইম্পোর্টেড মেটেরিয়াল এবং দক্ষ জনবল এর দ্বারা আমরা বিভিন্ন ধরনের এরাবিক ক্যালিগ্রাফি, ডোর নেইম প্লেট, অফিস নেইম প্লেট ও সাইনবোর্ড, ডেস্ক নেইম প্লেট, এক্রেলিক লেটার সাইন, লাইটিং সাইন অত্যন্ত দক্ষতা ও যত্নের সাথে করে থাকি।
কাউকে অভিনন্দন জানাতে “মাশাআল্লাহ” ব্যবহার করা যেতে পারে। এটি স্মরণ করিয়ে দেয় যে, যদিও ব্যক্তিকে অভিনন্দন জানানো হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ এটিই চেয়েছিলেন। কিছু কিছু সংস্কৃতিতে মানুষ বিশ্বাস করে মাশাল্লাহ উচ্চারণ করলে তা ঈর্ষা, কুনজর বা জ্বিন থেকে রক্ষা পেতে সাহায্য করতে পারে ।
কারো সফলতা, ভালো কাজ ও সুন্দর জিনিস দেখে ‘মা শা আল্লাহ’ বলায় কোন বদ নজর লাগে না। বরং মাশা আল্লাহ বলায় রয়েছে বিশেষ উপকার। যে নিজিস বা যে কাজ দেখে ‘মা শা আল্লাহ’ বলা হয়; সে জিনিস বা কাজ থেকে শয়তানের প্রভাব চলে যায়। শয়তান তাতে আর প্রভাব ফেলতে পারে না। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে-
কোনো অতিথি বা মেহমান দাওয়াতে এসে যদি কোনো সুন্দর বাচ্চাকে দেখতে পেয়ে ‘মা শা আল্লাহ’ বলে তবে ওই ব্যক্তির বদনজর থেকে বাচ্চাটি হেফাজত থাকে।
ফাইবার এক্রেলিক মিরর দিয়ে নিখুতভাবে কাজ করা
ব্যাকগ্রাউন্ড এক্রেলিকের কালার – Black or White
ব্যাকগ্রাউন্ড এক্রেলিক – ৮ মি মি মোটা
উপরের লেখাটি গোল্ডেন মিরর ২ মি মি মোটা
লেখার কালার – Golden Mirror or Silver Mirror
দেয়ালে লাগানোর সাথে স্ক্র ও রয়েল প্লাগ সাথে থাকবে
যে কোন সাইজে কাস্টমাইজ অথবা যেকোন ভাবে ডিজাইন করা যাবে
চারপাশে লাগানোর সুবিধার্তে ফুটো করা থাকবে এবং লাগানোর জন্য সরঞ্জামাদি থাকবে